হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের গার্ডিয়ান কাউন্সিলের আইনশাস্ত্র পরিষদের সদস্য আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি- ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গনে মহররমের দ্বিতীয় দশকের বিশেষ শোক মজলিসে ইমাম হোসাইন (আ.)-এর একদল আজাদারদের উপস্থিতিতে বলেন, প্রতিটা বছর কেটে যাচ্ছে আর দেশব্যাপী মহররমের শোকের আবেগ আরো গভীর ও আড়ম্বরপূর্ণ হচ্ছে, যেন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের উত্তাপ তাঁর প্রেমিকদের হৃদয়ে প্রতিদিনই আরো গভীর থেকে গভীরতর হচ্ছে এবং ‘লাব্বাইক ইয়া হোসাইন’ শ্লোগান আরো বেশি অনুরণিত ও সুতীব্র হচ্ছে।
তিনি তার বক্তব্যের ধারাবাহিকতায় বলেন, ‘লাব্বাইক ইয়া হোসাইন’ শ্লোগানের মূলমন্ত্র হলো ধর্ম অর্থাৎ দ্বীন ইসলামের পথে ত্যাগ-তিতিক্ষার আহ্বান এবং হোসাইন বিন আলী (আ.)-এর অনুসারীদের ধর্মীয় বিশ্বাসকে সুদৃঢ় ও শক্তিশালী করা।
তিনি আরো বলেন, ‘লাব্বাইক’ শব্দের (ভাব) অর্থ বেলায়েতের নির্দেশনার অধীনে থাকা ও তার আনুগত্য করা এবং ‘লাব্বাইক ইয়া হোসাইন (আ.)’ এর অর্থ হলো আমরা সর্বদা বেলায়াতের নির্দেশনা শুনি (এবং সে অনুযায়ী জীবনযাপন করি)।
তিনি এই শ্লোগানের কিছু মেসেজ বা বার্তা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই শ্লোগানের প্রথম বার্তা হলো- ধর্মের জন্য আত্মত্যাগ। যেভাবে ইমাম হুসাইন (আ.) ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছিলেন; তাই ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে আমাদের ভয় পাওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘লাব্বাইক ইয়া হোসাইন (আ.)’-এর দ্বিতীয় বার্তা হচ্ছে ‘(যেকোনো পরিস্থিতিতে) দ্বীনের পথে সুদৃঢ় ও অবিচল থাকা’। ইমাম হোসাইন বিন আলী (আ.)-এর আদর্শিক পথের অনুসারী হিসেবে আমাদের অবশ্যই যেকোনো পরিস্থিতিতে ধর্মের পাশে দাঁড়াতে হবে এবং ধর্মের (অর্থাৎ শান, মান ও প্রকৃত আদর্শের) রক্ষক হতে হবে।